General Meeting

জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত।

দীর্ঘ ১৫ মাস পর আজ লস এঞ্জেলসের শালিমার রেস্টুরেন্টে জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার সাধারণ সভা অনুষ্ঠিত হলো। করোনা মহামারির পর এটিই প্রথম ফিজিক্যাল মিটিং। এতে জালালাবাদের সাবেক-বর্তমান নেতৃবৃন্দসহ উপদেষ্টামন্ডলী ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত মিটিংয়ে সংগঠনের নতুন কমিটি নির্বাচনের জন্য সর্বসম্মতিক্রমে ৩ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার বাফলার প্রেসিডেন্ট ও জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব শিপার চৌধুরী, অন্য দুই সদস্য হলেন; জালালাবাদ এসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট আনওয়ার হোসেন রানা ও ফ্রেন্ড ক্লাবের প্রেসিডেন্ট ফেরদৌস খান।

এ সময় বিদায়ী প্রেসিডেন্ট আসাদুজ্জামান বাচ্চু এবং প্রধান নির্বাচন কমিশনার শিপার চৌধুরী সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

বর্তমান সেক্রেটারি বদরুল আলম মাসুদ নির্বাচন কমিশনারদের শপথ বাক্য পাঠ করান।

উল্লেখ্য, করোনার লকডাউনের সময় বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে গেলে এক মিটিংয়ে বর্তমান কমিটির মেয়াদ ১ বছর বৃদ্ধি করা হয়। এবার উদ্যোগ নেওয়া হলো নতুন কমিটি গঠনের। কমিশন সবাইকে নিয়ে ৯০ দিনের ভিতরে সুন্দর একটি নির্বাচন উপহার দেবেন বলে আশ্বাস দেন।

সভাশেষে মোনাজাত করা হয়। ‌

পরে সবার জন্য খাবার দাবারের ব্যবস্থা ছিল। ‌

ধন্যবাদ,

আব্দুস সামাদ

সাবেক প্রচার সম্পাদক

জালালাবাদ এসোসিয়েশন অফ ক্যালিফর্নিয়া ইনক

Previous
Previous

কার্যকরী কমিটির সভাঃ

Next
Next

সাধারন সভা