NEWS

Mohammed Alam Mohammed Alam

Endoscopy Machine Donation Ceremony!

প্রায় ২৯ লক্ষ টাকা একটা মেশিনের দাম।

----------------------------------------------------------

মানুষ মানুষের জন্য!

জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার সহযোগিতায় মানবতার সেবা দানে ব্রত হয়ে বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালে Endoscopy machine দান করে। যার মূল্য বাংলাদেশি টাকায় প্রায় ২৯লক্ষ টাকা। হাসপাতালের সিইও জনাব শাহাবুদ্দিন দুই মাস আগে লস এঞ্জেলেসের জালালাবাদের নিবেদিত প্রাণ জনাব ফখরুজ্জামানের কাছে অ্যান্ডোসকপি মেশিনের জন্য আপিল করেন। শেষ পর্যন্ত জালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার দুই মাস আগে সাধারণ সভায় উপস্থাপন করেন। এরকম একটি মহৎ কাজের জন্য ৩১জন জানালারাবাদবাসী এগিয়ে আসেন। বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতাল একটি দাতব্য চিকিৎসালয়।

হাসপাতালের সিও জনাব শাহাবুদ্দিন সিলেট থেকে ভার্চুয়াল ভাবে অনুষ্ঠানে যুক্ত হন। উনি এরকম মানবতার সেবামূলক কাজের জন্য প্রশংসা এবং ধন্যবাদ করেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আ'লামীনের কাছে শুকরিয়া আদায় করেন। সি ও আরো জানান এই মেশিন পাওয়ার পর রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন।

যারা মেশিন ক্রয় করতে অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছেন তাদেরকে জনাব জামান এবং জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার কর্মকর্তা ধন্যবাদ জ্ঞাপন করেন।

২৮শে আগস্ট Agra Tandoori Restaurant ,19560 Ventura Blvd,Tarzana CA 91356 সাহায্যদাতাএবং জালালাবাদ বাসীকে নিয়ে একটি নৈশভুজের আয়োজন করা হয়।

মানবতার জয় হোক! 🙏🙏

Gulam Kibria

Read More
Mohammed Alam Mohammed Alam

General Meeting 06/04/2023

সাধারন সভাঃ

জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার সাধারন সভা আজ ৪ জুন ২০২৩ রোজ রোববার শালিমার ইন্ডিয়ান রেস্টুরেন্টে অনুষ্টিত হয়। সংগঠনের সভাপতি জনাব আবুল হাসনাত রায়হানের সভাপতিত্বে অনুষ্টিত সভাটি পরিচালনা করেন সাধারন সম্পাদক জনাব নাসির সৈয়দ জেবুল। জালালাবাদ এসোসিয়েশনের উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, কার্যকরী কমিটির সদস্যবৃন্দ ও জালালাবাদ এসোসিয়েশনের সাধারন সদস্যরা আজকের সভায় উপস্হিত ছিলেন।

গত ইফতার মাহফিল সফলভাবে আয়োজনের জন্য কমিটির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানানো হয় এবং জালালাবাদ এসোসিয়েশনের পক্ষ থেকে বৃহত্তর সিলেটে সফলভাবে ঈদ উপহারের খাদ্য সামগ্রী বিতরন করার জন্য জনাব আব্দুল মুনিম, জনাব নাসির সৈয়দ জেবুল, জনাব মুশফিক চৌধুরী সুহিন, জনাব মিজানুর জামশেদে ধন্যবাদ জানানো হয়।

সভায় জালালালাবাদ এসোসিয়েশনের বাৎসরিক পিকনিক ও ঈদ পূনর্মিলনীর প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। আগামী ৯ই জুলাই রোববার ম্যাগনোলিয়া পার্কে পিকনিক ও ঈদ পূনর্মিলনী অনুষ্টিত হবে।

জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার চ্যারিটি কার্যক্রম প্রাতিষ্টানিকভাবে ও আরও বৃহত পরিসরে পরিচালনার জন্য একটি আলাদা চ্যারিটি কমিটি গঠন নিয়ে সভায় আলোচনা হয়।যেহেতু জালালাবাদ এসোসিয়েশনের বর্তমান গঠনতন্ত্রে চ্যারিটি কমিটি গঠনের সুযোগ নাই সেইজন্য গঠনতন্ত্রের সংশোধন প্রয়োজন। সভায় গঠনতন্ত্রে চ্যারিটি কমিটির সংযোজন ও গঠনতন্ত্রের অন্যান্য প্রয়োজনীয় সংশোধনীর জন্য জনাব আব্দুল হামিদ খোকনকে প্রধান করে একটি গঠনতন্ত্র সংশোধন কমিটি সর্বসম্মতিক্রমে গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন জনাব আব্দুল বাছিত, জনাব আবুল হাসনাত রায়হান, জনাব ফখরুজ্জামান জামান ও বদরুল আলম মাসুদ। কমিটি আগামী তিন মাসের মধ্যে সবার মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় একটি সংশোধনী প্রস্হাব আগামী সাধারন সভায় উপস্থাপন করবেন।

সভার সিদ্ধান্ত ক্রমে জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার স্টুডেন্ট এপ্রিসিয়েশন ডিনার অনুষ্টিত হবে আগামী ১৩ই আগষ্ট ২০২৩ রোববার। এছাড়া সিলেটের বিয়ানীবাজারের ক্যানসার হাসপাতালে সম্মিলিত ভাবে সাহায্যের জন্য সবার কাছে আহ্বান জানানো হয়।

গত স্টুডেন্ট এপ্রিশিয়েশন ডিনারে অনুপস্হিত থাকার কারনে আজ জাদউগা ইভা এবং পাওয়েল চৌধুরীর গ্রেজুয়েশন ক্রেস্ট জনাব রিপন চৌধুরী গ্রহন করেন।

Read More
Mohammed Alam Mohammed Alam

ইফতার মাহফিল ২০২৩

Jalalabad Association California IFTAR program আজ ২রা এপ্রিল রবিবার জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া আয়োজিত ইফতার মাহফিল অনুষ্টিত হয় গ্রানাডা হিল্স মসজিদে। এতে জালালাবাদ এসোসিয়েশনের নেতৃবৃন্দ ও জালালাবাদ কমিউনিটির সর্বস্হরের জনগন সহ লস এন্জেলেসের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশীরা অংশগ্রহন করেন।

ইফতারের পূর্বে ছেলেমেয়েদের জন্য কোরআন তেলওয়াতের আয়োজন ছিল। কোরআন তেলওয়াতে গ্রুপ ১ এ প্রথম হয় তালহা হাকিম, দ্বিতীয় হয় ইহসানুর রহমান এবং তৃতীয় হয় আফরোজা ফরহাদ।

গ্রুপ ২ এ প্রথম হয় মাহজাবিন বি মুনিম, দ্বিতীয় হয় মুনতাহা।

ইফতার মাহফিলে অংশগ্রহন করার জন্য জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার সভাপতি জনাব আবুল হাসনাত রায়হান ও সাধারন সম্পাদক জনাব নাসির সৈয়দ জেবুল কমিউনিটির সবাইকে ধন্যবাদ জানান।

Read More
Mohammed Alam Mohammed Alam

কার্যকরী কমিটি ও উপদেষ্টা পরিষদের বিশেষ সভাঃ

কার্যনির্বাহী পরিষদ এবং উপদেষ্টা মন্ডলীর বিশেষ সভা:

আজ ১২ ফেব্রুয়ারি জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া , ইনক আয়োজিত এক বিশেষ সভা অনুষ্ঠিত হয় শালিমার রেস্টুরেন্টে। সভাপতি আবুল হাসানাত রায়হান এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জেবুল জালালাবাদের বিগত দিনের বিভিন্ন বিষয়ের সফলতা এবং ব্যর্থতা তুলে ধরেন।

সাথে বিগত দিনের বনভোজন এবং জালালাবাদবাসীর সন্তানদের স্টুডেন্ট অ্যাপ্রিসিয়েশন ডিনারের হিসাব বিশেষ সভায় উত্থাপন করেন। আগামী দিনগুলোতে সংগঠন মানবিক, সামাজিক কাজকর্মে জালালাবাদবাসীকে সাথে নিয়ে এগিয়ে যাবার জন্য অঙ্গীকারবদ্ধ।

*আজকের সভায় সিদ্ধান্ত নেয়া হয় এপ্রিল মাসের দ্বিতীয় তারিখ মাহে রমজান মাসের ইফতার পার্টি গ্রানাডা হিলস মসজিদে হবে।

* আগামীকাল সাবেক সম্মানিত উপদেষ্টা আব্দুল হাই সাহেবের ওপেন হার্ট সার্জারি হবে। তাই উপস্থিত সবাইকে নিয়ে দোয়ার আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন সম্মানিত উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব মোহাম্মদ হুসেইন রানা ।

উপস্থিত সম্মানিত উপদেষ্টা মন্ডলীর সদস্যরা হলেন: খাইরুল ইসলাম চৌধুরী (লুকু),মোহাম্মদ মালিক, আব্দুল হামিদ খোকন, গোলাম কিবরিয়া, লুৎফুল কবির চৌধুরী রুমি, আনোয়ার হুসেইন রানা, মোহাম্মদ বাসিত, লুৎফুর রহমান ।

উপস্থিত কার্যনির্বাহী পরিষদের সদস্যরা হলেন:

আবুল হাসনাত রায়হান, সৈয়দ নাসির উদ্দিন জেবুল, মোহাম্মদ মুনিম, লায়েক আহমেদ,মুরাদ আহমেদ, শামসুন নাহার খান, মুশফিকুর চৌধুরী, এবাদ রহমান , সুমেন আহমেদ, নজরুল আলম, মাহতাব আহমেদ, ফয়জু সুবহান, বদরুল আলম চৌধুরী, বদরুল আলম মাসুদ প্রমূখ ।

Read More
Mohammed Alam Mohammed Alam

General Meeting

https://www.labanglatimes.com/news/details/los-angeles/24662?fbclid=IwAR1SphSQafgRcwPlOxsV7iQ1aa_yXygfE3qDC18I5Qq_V_64Mr6ZHEZN1rU

Read More
Mohammed Alam Mohammed Alam

General Meeting

জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত।

দীর্ঘ ১৫ মাস পর আজ লস এঞ্জেলসের শালিমার রেস্টুরেন্টে জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার সাধারণ সভা অনুষ্ঠিত হলো। করোনা মহামারির পর এটিই প্রথম ফিজিক্যাল মিটিং। এতে জালালাবাদের সাবেক-বর্তমান নেতৃবৃন্দসহ উপদেষ্টামন্ডলী ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত মিটিংয়ে সংগঠনের নতুন কমিটি নির্বাচনের জন্য সর্বসম্মতিক্রমে ৩ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার বাফলার প্রেসিডেন্ট ও জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব শিপার চৌধুরী, অন্য দুই সদস্য হলেন; জালালাবাদ এসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট আনওয়ার হোসেন রানা ও ফ্রেন্ড ক্লাবের প্রেসিডেন্ট ফেরদৌস খান।

এ সময় বিদায়ী প্রেসিডেন্ট আসাদুজ্জামান বাচ্চু এবং প্রধান নির্বাচন কমিশনার শিপার চৌধুরী সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

বর্তমান সেক্রেটারি বদরুল আলম মাসুদ নির্বাচন কমিশনারদের শপথ বাক্য পাঠ করান।

উল্লেখ্য, করোনার লকডাউনের সময় বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে গেলে এক মিটিংয়ে বর্তমান কমিটির মেয়াদ ১ বছর বৃদ্ধি করা হয়। এবার উদ্যোগ নেওয়া হলো নতুন কমিটি গঠনের। কমিশন সবাইকে নিয়ে ৯০ দিনের ভিতরে সুন্দর একটি নির্বাচন উপহার দেবেন বলে আশ্বাস দেন।

সভাশেষে মোনাজাত করা হয়। ‌

পরে সবার জন্য খাবার দাবারের ব্যবস্থা ছিল। ‌

ধন্যবাদ,

আব্দুস সামাদ

সাবেক প্রচার সম্পাদক

জালালাবাদ এসোসিয়েশন অফ ক্যালিফর্নিয়া ইনক

Read More
Mohammed Alam Mohammed Alam

সাধারন সভা

সাধারন সভা:

জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া:


জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার একটি সাধারন সভা গত কাল ১৮ই মার্চ বৃহস্পতিবার রাতে ভার্চোয়ালীঅনুষ্টিত হয়। সভায় বর্তমান কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ, আজীবন সদস্য ও সাধারন সদস্যবৃন্দউপস্হিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার সভাপতি জনাব আসাদুজ্জামানবাচ্চু ও সভাটি সন্ছালনা করেন সাধারন সম্পাদক বদরুল আলম মাসুদ।


সভার কার্যসূচি অনুযায়ী সবার মতামতের ভিত্তিতে এবং উপদেষ্টা মন্ডলীর সিদ্ধান্তক্রমে বর্তমান প্যান্ডামিক অবস্হারপরিপ্রেক্ষিতে বর্তমান কমিটির মেয়াদ ২৫শে আগষ্ট ২০২১ পর্যন্ত বর্ধিত করা হয়।সভায় আরও সিদ্ধান্ত হয় যে পরিস্হিতির উন্নতিসাপেক্ষে মেয়াদ পূর্তির ৩ মাস পূর্বে নতুন কমিটি গঠনের লক্ষে সাধারন সভার মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হবে।


সভার শেষে কমিউনিটির সবার জন্য দোয়া কামনা করা হয়। সভায় উপস্হিত সবাইকে জালালাবাদ এসোসিয়েশন অবক্যালিফোর্নিয়ার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।


ধন্যবাদান্তে


আসাদুজ্জামান বাচ্চু(সভাপতি)

বদরুল আলম মাসুদ(সাধারন সম্পাদক)

জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া 

Read More
Mohammed Alam Mohammed Alam

আর্তমানবতার সেবায় জালালাবাদ এসোসিয়েশন!

করোনা মহামারীর সংকটকালে বাংলাদেশে দরিদ্র এ নিন্ম আয়ের ৫০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরনের অংশ হিসেবে বৃহত্তর সিলেটের বিভিন্ন জায়গায় এই ত্রান সামগ্রী বিতরন করা হয়।

চুনারুঘাট হবিগঞ্জ:

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বিভিন্ন গ্রামে ২০০টি পরিবারের মধ্যে খাদ্যদ্রব্যের ব্যাগ বিতরন করা হয়।খাদ্যদ্রব্যের মধ্যে ছিল চাল, ডাল, লবন, তেল, আলু, চানা, পেয়াজ। 

জালালাবাদ এসোসিয়েশনের সাধারন সম্পাদক বদরুল আলম মাসুদ এই ত্রান বিতরন সমন্নয় করেন এবং সার্বিক সহযোগীতায় ছিলেন ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন এবং এর্শাদ আম্বিয়া ফাউন্ডেশন।

কুলাউড়া, মৌলভীবাজার:

কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের হাসিমপুর, ভাগমতপুর ও কাদিপুর গ্রামের ৭৫টি পরিবারের মধ্যে খাদ্যদ্রব্যের ব্যাগ বিতরন করা হয়।খাদ্যদ্রব্যের মধ্যে ছিল চাল, ডাল, লবন, তেল, আলু, চানা, পেয়াজ ও সাবান। 

জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সাধারন সম্পাদক বদরুল আলম চৌধুরী শিপলু এই ত্রান বিতরন সমন্নয় করেন।

সিলেট:

সিলেট জেলার উসমানী নগর থানার হুসন নমকি গ্রামের ৭৫টি অসহায় দরিদ্র পরিবার এবং সিলেট শহর তলীর বালুচরের ৭৫টি অসহায় দরিদ্র পরিবারের মধ্যে খাদ্যদ্রব্যের ব্যাগ বিতরন করা হয়।খাদ্যদ্রব্যের মধ্যে ছিল চাল, ডাল, লবন, তেল, আলু, চানা, পেয়াজ ও খেজুর।

জালালাবাদ এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি সৈয়দ নাসির উদ্দীন জেবুল এই ত্রান বিতরন সমন্নয় করেন।

কমলগন্জ শ্রীমঙ্গল:

কমলগঞ্জ থানার ভানুগাছ চৌমুহনী, বাল্লার পাড়, উজিরপুর ও লন্গুরপাড় গ্রামের ৬৫টি অসহায় দরিদ্র পরিবারের মধ্যে খাদ্যদ্রব্যের ব্যাগ বিতরন করা হয়।খাদ্যদ্রব্যের মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, চানা, পেয়াজ, সেমাই ও চিনি।

জালালাবাদ এসোসিয়েশনের যুব বিষয়ক সম্পাদক মাইনুল হক এই ত্রান বিতরন সমন্নয় করেন। 

বিয়ানিবাজার সিলেট:

সিলেটের বিয়ানিবাজারে আজ ৫০টি পরিবারের মধ্যে খাদ্যদ্রব্যের ব্যাগ বিতরন করা হবে। খাদ্যদ্রব্যের মধ্যে আছে চাল, ডাল, তেল, আলু, চানা, পেয়াজ, ময়দা ও চিনি।জালালাবাদ এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান এই ত্রান বিতরন সমন্নয় করছেন।

Read More
Mohammed Alam Mohammed Alam

কার্যকরী কমিটির সভা:

কার্যকরী কমিটির সভাঃ


জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার কার্যকরী কমিটির একটি সভা আজ রাত আগ্রা তান্দুরী রেস্টুরেন্টে অনুষ্টিত হয়। সভায় আগামী বৎসরে জালালাবাদ এসোসিয়েশন যে সব অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা নিয়েছে তার তারিখ নির্ধারণ করা হয়।সভায় সর্বসম্মতি ক্রমে অনুষ্ঠানগুলোর জন্য নিন্মুক্ত তারিখ নির্ধারণ করা হয়ঃ


ইফতার মাহফিল-রবিবার, মে ০৩, ২০২০


গ্রেজুয়েট স্টুডেন্ট এপ্রিসিয়েশন ডিনার-রবিবার, আগষ্ট ০৯, ২০২০ 


পিকনিক -রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২০


এছাড়া আগামী ১২ই জানুয়ারি রবিবার জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার সাধারণ সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়।


বিস্তারিত পরে জানানো হবে।


ধন্যবাদান্তে

আসাদুজ্জামান বাচ্চু (সভাপতি)

বদরুল আলম মাসুদ (সাধারন সম্পাদক)

জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া 

Read More