NEWS

Mohammed Alam Mohammed Alam

আ ফ ম কামালের মৃত্যুতে শোক প্রকাশঃ


সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান জনাব এডভোকেট আ ফ ম কামাল কিছুক্ষণ আগে সিলেটে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) উনার মৃত্যুতে জালালাবাদ এসোসিয়েশনের পক্ষ  থেকে শোক প্রকাশ ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোক সন্ত্রস্ত পরিবারের সদস্যদের প্রতি জানাই গভীর সমবেদনা।উল্লেখ্য আ ফ ম কামাল জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব আব্দুল হামিদ খোকনের ভগ্নীপতি।


আসাদুজ্জামান বাচ্চু (সভাপতি)

বদরুল আলম মাসুদ (সাধারন সম্পাদক)

জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া

Read More
Mohammed Alam Mohammed Alam

Inspiration 2019

গতকাল ৩০ জুন রবিবার রাতে লস এঞ্জেলেস্থ জালালাবাদ এস্যোসিয়েশন অব ক্যালিফোর্নীয়ার উদ্যোগে সদ্য গ্রাজ্যুয়েট ছাত্র-ছাত্রীদের শংসাপত্র প্রদান ও ফ্যামিলি নাইট অনুষ্ঠিত হয়। ‘ইন্সপিরেশন ২০১৯’ শিরোনামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জর্জিয়ার ষ্টেট সিনেটর জনাব শেইখ রাহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ফার্মাসিষ্ট জনাব মোয়াজ্জেম হোসাইন চৌধুরী। এছাড়াও এঞ্জিনিয়ার সালিমা রাহমান ও ডাক্তার তাহিরা ফেরদৌস অতিথি বক্তা হিসাবে উপস্থিত ছিলেন।

লস এঞ্জেলেস নগরীর অনতিদূরে শেরমানওক্স এর অভিজাত অলিম্পিয়া বাঙ্ক্যুয়েট হলে ব্যাপক অতিথির উপস্থিতির মধ্য দিয়ে অত্যন্ত জাঁকজমকপূর্নভাবে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ৪৭ জন ছাত্র ছাত্রীকে এপ্রিসিয়েশন এওয়ার্ড প্রদান করা হয়। লস এঞ্জেলেসে বসবাসরত বৃহত্তর সিলেট প্রবাসীদের সংগঠন জালাবাদ এস্যোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার সভাপতি জনাব আসাদুজ্জামান বাচ্চু এবং সাধারণ সম্পাদক বদরুল আলম এর সংক্ষিপ্ত ধন্যবাদ বক্তব্য আনুষ্ঠানিকতা পর্বের পরে পবিত্র কোরঅ্যান থেকে পাঠ ও বাংলাদেশ এবং আমেরিকার জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় মুল অনুষ্ঠান।

একেবারে ভিন্নধর্মী এই অনুষ্ঠানের বিভিন্ন পর্বে তরুণ প্রজন্মকে উদ্দীপ্ত করার জন্য বিভিন্ন পর্যায়ের তরুণ ছাত্র ছাত্রীদেরকেই বক্তব্য প্রদানের সুযোগ দেওয়া হয়। পাশাপাশি সদ্য স্নাতকোত্তর রাফী আকসাদ, মারিয়া জামান এবং আনিকা খান, তাসমিহা আলমদের মত তরুণ তরুণীদের দিয়ে অনুষ্ঠানটি উপস্থাপনা করা হয়। বিভিন্ন পর্যায়ের থেকে প্রতিনিধিত্বমূলক বক্তব্য প্রদান করে যথাক্রমে এলিমেন্টারি থেকে আহনাফ আবীর মাহির, মিডল স্কুল থেকে মাঈশা তাসনিম, হাই স্কুল থেকে আলভী আহমেদ ও তাহনিমা হুসাইন, কলেজ পর্যায় থেকে আনিকা খান ও ইউনিভার্সিটি পর্যায় থেকে নিশাত হামীদ। আমেরিকা প্রবাসী দ্বিতীয় প্রজন্মের বাংলাদেশিদের মধ্য থেকে নেতৃত্ব তৈরির এই প্রয়াস প্রশংসার দাবী রাখে।

অনুষ্ঠানের এক পর্যায় লস এঞ্জেলেসের বিশিষ্ট সমাজ সেবক ও ফার্মাসিস্ট জনাব মোয়াজ্জেম হোসেন চৌধুরীও শুভেচ্ছা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি জর্জিয়া ষ্টেট সিনেটর জনাব শেইখ রাহমানও তাঁর বক্তব্যে বলেন, বড় স্বপ্ন দেখ, স্বপ্ন বাসবায়নে কাজ করে যাও কখনো হতাশ হইয়ো না। তোমাদের মধ্য থেকেই কেউ একদিন আমেরিকার প্রেসিডেন্টও হতে পার।

অনুষ্ঠানে জালাবাদ এস্যোসিয়েশন অব ক্যালিফোর্নীয়ার আজীবন সদস্যদেরকেও বিশেষ ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে সম্মাননা প্রদান করা হয়। উল্লেখ্য আজীবন সদস্যরা হল, মোহাম্মদ আব্দুল হাই, শীপার চৌধুরী, মাতাব আহমেদ, আসাদুজ্জামান বাচ্চু, মোহাম্মাদ আব্দুল বাসিত, বদরুল আলম চৌধুরী, মোহাম্মাদ নজরুল আলম, গোলাম রব্বানী চৌধুরী, মোহাম্মদ লুতফর রহমান, লিপন চৌধুরী রিপন, ইয়াসিন খালেদ রুমেল, মোহাম্মদ আব্দুল হাকিম, মোহাম্মদ আব্দুল মুনিম, জহির উদ্দিন, মোহাম্মাদ মুরাদ আহমেদ, মোহাম্মাদ আব্দুল হাসিব, সিদ্দিকুর রহমান ও লুৎফা বেগম।

এবছর যে সব ছাত্র ছাত্রীদেরকে শংসাপত্র প্রদান করা হয় তাঁরা হলঃ

এলিমেন্টারি পর্যায় থেকে, আলী আসকারি, তুহিনুর রাহমান হাসিব, শাবাব আর জিয়া, লাবীবা সুবহান, তাসফিয়া নবী, ফারাবী আহমেদ, নিবিড় সুবহান, নাফিসা হাকিম, সুহা চৌধুরী, মাহির আলম, আহনাফ আবিদ মাহির, রাইসা ইসলাম, জাহারা হক ও মাহযাবিন সাব।

মিডল স্কুল পর্যায় থেকে, আহমেদ মুহতাদি, ফেরদৌস জামান, শাহরিয়ার সাইদ রহমান, নাজিফা আক্তার তন্বী, সাফাত কে জিয়া, তাস্নিমা ইয়াসমিন সালাম, রামিশা সুবহান, আদ্যান জামান, মাঈশা তাসনিম, তানাজ জামান, সামিরা চৌধুরী, জাহের ইসলাম, মোহাম্মাদ মাহিন উদ্দিন, তাহসিন জামান ও এনান রাফাত রায়হান।

হাইস্কুল পর্যায় থেকে, আলভী আহমেদ, আকীফ খালেদ, সাইয়েদা সুসানা রহমান, আহমেদ ইরতিজা, আসিফ হুসাইন, তাসমিহা আলম, তাহমিনা হোসাইন, নাহিদ হুসাইন নাঈম, মেহনাজ বেগম রেখা ও শাহান ধিরানিয়ান।

কলেজ পর্যায় থেকে, সাঞ্জিদা আহমেদ, মোহাম্মেদ নাসির, আনিকা তাহসান খান, আবিদ সাইদ, প্রিন্স চৌধুরী, তামারা রহমান, ওবায়েদ মিয়া রিজোয়ান চৌধুরী ও সালমান সুবহান।

বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে, নিশাত এ হামিদ ও মারিয়া জামান।

সুস্বাদু নৈশ ভোজ ও অনির নৃত্য এবং আরজীন কামালের সঙ্গীত পরিবেশনার মধ্যদিয়ে উপস্থিত অতিথিদের আপ্যায়িত করা হয়।

Read More
Mohammed Alam Mohammed Alam

Reception program for Mr. M A Mannan


Warm Reception for Mr.M A Mannan 

Honorable Planning Minister

People’s republic of Bangladesh.


Jalalabad Association of California has arranged a Reception program for Planning Minister Mr. M A Mannan and other dignitaries from Sylhet on Monday April 01, 2019. We are requesting all Jalalabad members to please attend the program. Your presence is very important to us so please make your effort to join us.


Date: Monday April 01,2019

Time: 6:00pm to 10:00pm

(Dinner will be served)

Address:Garden Suite Hotel

681 S Western Ave

Los Angeles, CA  90005

United States

Read More
Mohammed Alam Mohammed Alam

কার্যকরী কমিটির সভা:

জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার কার্যকরী কমিটির বর্ধিত সভা অনুষ্টিতঃ

জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার কার্যকরী কমিটির সভা ৭ই মার্চ বৃহস্পতিবার আশা ইন্ডিয়ান রেস্টুরেন্টে অনুষ্টিত হয়। সভায় সর্বসম্মতি ক্রমে জালালাবাদের লাইফ টাইম মেম্বার হওয়ার জন্য  আগামী ৩০শে মে ২০১৯ এর মধ্যে ফি জমা দানের জন্য সময় নির্ধারন করা হয়।আগ্রহী সবাইকে উক্ত সময়ের মধ্যে মেম্বারশীপ ফি প্রদান করে লাইফ টাইম মেম্বার হওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়।

এবং সভায় সিদ্ধান্ত হয় আগামী ১লা এপ্রিল সোমবার বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী সহ সিলেটের সম্মানীত ব্যাক্তিগনের  লস এন্জেলেস আগমন উপলক্ষে জালালাবাদ এসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা ও নৈশভোজের আয়োজন করা হবে।এতে প্রবাসী সকল জালালাবাদ বাসী আমন্ত্রীত।

সংবর্ধনার স্হান এবং সময় পরে জানানো হবে।

Read More
Mohammed Alam Mohammed Alam

General Meeting

সাধারণ সভাঃ

লাইফ টাইম মেম্বার ফি ২০ হাজার ডলার সংগৃহীতঃ

জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার সাধারণ সভা আজ আশা ইন্ডিয়ান রেস্টুরেন্টে অনুষ্টিত হয়। আজকের সাধারণ সভাটি প্রচুর  জালালাবাদ বাসির উপস্তিতিতে সাফল্যজনক ভাবে সমাপ্ত হয়। সভায় গৃহীত  সিদ্ধান্ত গুলোর মধ্যে উল্লেখযোজ্ঞ  হল জালালাবাদ লাইফ টাইম মেম্বার তালিকাভুক্তি। সভায় সর্বসম্মতি ক্রমে লাইফ টাইম মেম্বার ফি নির্ধারণ করা হয় ৫০০ ডলার। সভায় উপস্তিত সদস্যদের মধ্য থেকে তাৎক্ষনিক ভাবে ৪০ জন লাইফ টাইম মেম্বার হিসেবে অন্তরভুক্ত হন। সভায় সকল জালালাবাদ বাসীকে জালালাবাদের লাইফ টাইম মেম্বার হওয়ার জন্য বিশেষ ভাবে আহ্বান জানানো হয়। সভায় অন্যান্য গৃহীত সিদ্ধান্ত গুলো  হলঃ

-ইফতার মাহফিল রবিবার ১৯শে মে, স্হান গ্রানাডা হিলস মসজিদ। 

-জালালাবাদের ছাত্রদের সংবর্ধনা এবং জালালাবাদ ফ্যামিলি নাইট রবিবার ৩০শে জুন ২০১৯ ।(স্হান ও সময় পরে জানানো হবে)

-পিকনিক রবিবার ২৯শে সেপ্টেম্বর ২০১৯ (স্হান ও সময় পরে জানানো হবে)

-জালালাবাদের অয়েবসাইটের উদ্ভোধন (jalalabadcalifornia.com)


সভার শুরুতে সম্প্রতি ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার মাগফেরাত কামনা হয় এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।

সভায় তাৎক্ষণিকভাবে যারা লাইফ টাইম মেম্বার হিসেবে অন্তরভুক্ত হন তারা হলেন

-আব্দুল হাই 

-আতিক জামান 

-আব্দুল মালিক 

-খায়রুল আহমেদ লুকু

-আব্দুল হান্নান 

-আব্দুল হামিদ খোকন 

-সৈয়দ নজরুল ইসলাম 

-শিপার চৌধুরী 

-মোয়াজ্জেম চৌধুরী 

-মোস্তাক চৌধুরী 

-রাজা মইনুল

-জসীম আশরাফী

-মাতাব আহমেদ 

-আসাদ জামান বাচ্চু 

-আলী আহমেদ ফারিস 

-আব্দুল বাছিত 

-বদরুল চৌধুরী 

-নজরুল আলম 

- আবুল হাসনাত রায়হান 

-আব্দুল মুনিম 

-ফেরদৌস খান 

-রিপন চৌধুরী 

-ফয়জু সোবহান 

-রোমেল চৌধুরী 

-জামিউল বেলাল 

-দেলোয়ার হুসেন 

-আব্দুল আহাদ

-সৈয়দ নাসির জেবুল 

-লায়েক আহমেদ 

-আব্দুল হাকিম 

-বদরুল আলম 

-জহির উদ্দিন 

-সিদ্দিকুর রহমান 

-মুরাদ আহমেদ 

-মাইনুল হক

-আব্দুস সামাদ

-ইসলাম উদ্দিন 

-মিজানুর রহমান 


আজকের সভায় সভাপতিত্ব করেন জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার প্রেসিডেন্ট জনাব আসাদুজ্জামান বাচ্চু এবং সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক বদরুল আলম 

Read More
Mohammed Alam Mohammed Alam

Warm reception to Mr. Ajmal Hussain Kunu

সংবর্ধনা অনুষ্ঠানঃ

জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার পক্ষ থেকে জনাব আজমল হুসেন কুনুকে একটি সংবর্ধনা দেয়া হয় ২২শে ফেব্রুয়ারি শুক্রবার রাতে আগ্রা তান্দুরী রেস্টুরেন্টে। জনাব আজমল হুসেন কুনু বাংলাদেশ সোসাইটি ইউএসএর সাবেক সভাপতি এবং জালালাবাদ এসোসিয়েশন ইউএসএর সাবেক সভাপতি। বর্তমানে তিনি ক্যালিফোর্নিয়া ভ্রমণে আছেন। সংবর্ধনা অনুষ্ঠানে জালালাবাদ এসোসিয়েশন ক্যালিফোর্নিয়ার সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক সহ উল্লেখযোজ্ঞ সংক্ষক জালালাবাদ বাসী উপস্তিত ছিলেন।

সভার শেষে সম্প্রতি ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডে নিহতদের জন্য দোয়া কামনা করা হয়।সভায় সভাপতিত্ব করেন জালালাবাদ এসোসিয়েশন ক্যালিফোর্নিয়ার সভাপতি জনাব আসাদুজ্জামান বাচ্চু।পরিচালনা করেন সাধারণ সম্পাদক বদরুল আলম

Read More
Mohammed Alam Mohammed Alam

Warm reception to Mr. Ataur Rahman Pir and Dr. Mohammed Rezaul Karim

সংবর্ধনা অনুষ্ঠানঃ

জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার পক্ষ থেকে বর্তমানে লস এন্জেলেস ভ্রমণরত সিলেটের দুই কৃতি সন্তানকে সংবর্ধনা দেয়া হয়, আজ ১২ই জানুয়ারি শারমান অক্সের বলিউড রেস্টুরেন্টে। সিলেটের দুই কৃতি সন্তান হলেন, বর্তমান রোটারী ডিস্টৃক বাংলাদেশের গভর্নর ও মদন মোহন বিশ্ব বিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ জনাব লেঃ কর্নেল (অব)প্রফেসর আতাউর রহমান পীর এবং সিলেট মহিলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও সিলেট ওসমানী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডঃ মোঃ রেজাউল করিম। সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্তিত ছিলেন ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি ফুলারটনের অধ্যাপক জনাব শামীম চৌধুরী। জালালাবাদ এসোসিয়েশনের কার্যকরী কমিটির মেম্বারবৃন্ধ, উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্ধ,সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক সহ লস এন্জেলেস প্রবাসী প্রচুর জালালাবাদ বাসী সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন ক্যালিফোর্নিয়া জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি জনাব আসাদুজ্জামান বাচ্চু। সভাটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক বদরুল আলম মাসুদ। আজকের সভায় উপস্তিত হওয়ার জন্য সবাইকে জালালাবাদ এসোসিয়েশনের পক্ষ থেকে অসন্ক্ষ ধন্যবাদ।

IMG_8254.jpeg
Read More
Mohammed Alam Mohammed Alam

Reception Program

Jalalabad Association of California arranged a reception party for Ex principal of Madan Mohan College and Rotary governor of Bangladesh Mr. Ataur Rahman Pir. The reception party will be held on Saturday January 12, 2019 at Bollywood restaurant, Sherman oaks. Please join with us to give him a warm reception.

Thank you

Read More